/anm-bengali/media/media_files/l9F0iPS7EFN2jU53l5nA.jpg)
নিজস্ব সংবাদদাতা : সংসদের নতুন ভবন উদ্বোধন নিয়ে বিরোধীদের বিরোধিতায় নতুন করে অক্সিজেন জোগাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ট্যুইট! রাজনৈতিক মহলের অনেকেই এমনটা মনে করছেন আপ প্রধানের নতুন ট্যুইটটি দেখার পর। এসসি ও এসটি তালিকাভুক্ত ব্যক্তি যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করছেন তাদের জড়িয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন কেজরিওয়াল। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, ''ভগবান শ্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তৎকালীন রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দকে মোদী আমন্ত্রণ জানাননি। রামনাথ কোবিন্দকে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে আমন্ত্রণ জানাননি প্রধানমন্ত্রী।বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর হাতে উদ্বোধন হচ্ছে না নতুন সংসদ ভবনের। সারাদেশের এসসি ও এসটি সমাজ প্রশ্ন করছে আমাদেরকে কি অশুভ মনে করা হয়, সেজন্যই আমরা আমন্ত্রণ জানানো হয় না?'
प्रभु श्री राममंदिर के शिलान्यास पर मोदी जी ने तत्कालीन राष्ट्रपति श्री रामनाथ कोविंद जी को नहीं बुलाया
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 25, 2023
नये संसद भवन के शिलान्यास पर भी मोदी जी ने श्री रामनाथ कोविंद जी को नहीं बुलाया
अब नये संसद भवन के उद्घाटन को भी मौजूदा राष्ट्रपति श्रीमती द्रौपदी मुरमू के हाथों से नहीं करवा…