/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর রাজনীতিতে ফের উত্তপ্ত বাক্যবাণ। রাজ্যের বিজেপি সভাপতি নাইনার নাগেন্দ্রন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপি-এআইএডিএমকে জোট গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী পরাজয়ের ভয়ে জ্বরে ভুগছেন। জোটভুক্ত অন্যান্য দলের নেতারাও একই সুরে কথা বলছেন।” তিনি আরও বলেন, “অম্বাসামুদ্রমে এক ১৭ বছরের কিশোরীকে এক মাদকাসক্ত যুবক যৌন নিপীড়ন করেছে বলে অভিযোগ উঠেছে। আবার ভল্লিয়ুরে এক প্রবীণ মহিলাকে ১৭ সওভরণ সোনার গয়নার জন্য খুন করা হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও আইনশৃঙ্খলার অবনতি ও মাদকের চলাচল ঘটছে।”
/anm-bengali/media/post_attachments/f0b03430-f0c.png)
নাগেন্দ্রনের অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই সংকট থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে মুখ্যমন্ত্রী ‘ওরানিয়িল তামিলনাড়ু’ (শহর থেকে শহরে তামিলনাড়ু) কর্মসূচির নামে রাজ্যজুড়ে সফর করছেন। তিনি দাবি করেন, “আজকের সরকার জনবিরোধী হয়ে উঠেছে। মানুষ বঞ্চিত ও নিরাপত্তাহীন। কোনও সন্দেহ নেই, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ক্ষমতায় আসবে।” তবে, শাসক দল ডিএমকে এখনও এই মন্তব্যের জবাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। রাজনৈতিক মহলে নাগেন্দ্রনের এই মন্তব্য নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। ২০২৬ সালের নির্বাচন ঘিরে তামিলনাড়ুতে রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Madurai | Tamil Nadu BJP president Nainar Nagendran says, "As far as the Chief Minister is concerned, ever since the BJP-AIADMK alliance was formed, he seems to have a fever due to the fear of defeat. The leaders of the alliance parties are also speaking in the same tone. In… pic.twitter.com/ptaIrpLy13
— ANI (@ANI) July 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us