New Update
/anm-bengali/media/media_files/mFtBer7pfkMvES2gAAgv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিরোমণি অকালি দলের পৃষ্ঠপোষক এস প্রকাশ সিং বাদল মঙ্গলবার ৯৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি ১৯৭০-১৯৭১, ১৯৭৭-১৯৮০, ১৯৯৭-২০০২ এবং ২০০৭-২০১৭ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিরোমণি অকালি দলের পৃষ্ঠপোষক প্রকাশ সিং বাদলের প্রয়াণে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
Central Government to declare two days of national mourning following the demise of former Punjab CM and Shiromani Akali Dal patron Parkash Singh Badal. https://t.co/ETbaHW0Ufypic.twitter.com/krTclkwHEY
— ANI (@ANI) April 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us