একা নয়, বিজেপির সঙ্গে এবার জোট বেঁধেই বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ডাক- এবার নির্বাচনে কি খেলা হবে?

একা নয়, বিজেপির সঙ্গে এবার জোট বেঁধেই বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ডাক দিল এই দল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
modi shah nadda.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধেই লড়াই করার ডাক দিলেন অসম গণ পরিষদের (এজিপি) সভাপতি, অতুল বোরা। ইতিমধ্যেই তাদের দল বিজেপির সঙ্গে জোটেই রয়েছে। সেই জোট অব্যাহত থাকবে বলেই এবার জানিয়ে দিলেন অতুল বোরা।

পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে বার্তা দিতে গিয়ে আসামের মন্ত্রী এবং অসম গণ পরিষদের (এজিপি) সভাপতি, অতুল বোরা বলেছেন, "আমরা একসাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, এই বিষয়ে আমাদের বিজেপি অফিসে আলোচনা হয়েছে। আমরা বিধানসভা নির্বাচনেও একসাথে প্রতিদ্বন্দ্বিতা করব। পঞ্চায়েত নির্বাচন আমাদের জন্য কেবল সেমিফাইনাল।"  এখন দেখার আসামে আসন্ন বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে কি খেলা হয়। এনডিএ জোট ফের সরকারে থাকতে পারে কিনা তা জানতে এখনো অবশ্য ঢের সময় বাকি।