"ভারতের নয়, বোঝা বাড়বে আমেরিকার ঘাড়ে"

আমেরিকার অতিরিক্ত শুল্ক নিয়ে JMM সাংসদ মহুয়া মাজির মন্তব্য: "ভারতের নয়, বোঝা বাড়বে আমেরিকার ঘাড়ে"।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-07 1.23.10 AM

নিজস্ব সংবাদদাতা: ভারতের উপর ২৫% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-র সাংসদ মহুয়া মাজি।

আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই শুল্ক চাপানোর সিদ্ধান্তে ভারতীয় অর্থনীতির উপর বিশেষ প্রভাব পড়বে না। বরং এই সিদ্ধান্তের ফল ভোগ করবে আমেরিকার মানুষ। ট্রাম্প বুঝতে পারছেন না, এতে ওখানে মুদ্রাস্ফীতি (inflation) বাড়বে।”

তিনি আরও বলেন, “ভারতের অনেক মানুষ দারিদ্র্যের মধ্যে থাকলেও তারা খুব বেশি চাহিদার উপর নির্ভর করে না। তারা সীমিত সামর্থ্যেই বাঁচতে জানে। কিন্তু এই বোঝা সামলাতে আমেরিকার সমস্যা হবে বেশি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি পরোক্ষে কটাক্ষ করে মহুয়া মাজি বলেন, “প্রধানমন্ত্রী তো ‘মন কি বাত’-এ ট্রাম্পের সঙ্গে তাঁর দারুণ সম্পর্কের কথা বলেন। তাহলে এখন কেন এই পরিস্থিতি?”

তিনি পরামর্শ দেন, “আমাদের বিকল্প ব্যবসায়িক পথ খুঁজতে হবে। শুধুমাত্র আমেরিকাই নয়, এই পৃথিবী অনেক বড়। সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে দ্রুত মেরামত করতে হবে। পাশাপাশি অন্য বাজারগুলোকেও শক্তিশালী করা প্রয়োজন।”

মহুয়া মাজির এই বক্তব্য ভারতের পররাষ্ট্রনীতি এবং বহুপাক্ষিক বাণিজ্য কৌশল নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।