চরম বিপাকে ‘দ্য বেঙ্গল ফাইলস’

'হিন্দু ইতিহাসের উপর চলচ্চিত্র তৈরি করা যাবে না?'

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
the bengal files

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিটি নিয়ে লেখার বিষয়ে এবার প্রতিক্রিয়া দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এদিন তিনি বলেন, "পুলিশ আমাকে সরাসরি বলেছে যে এই ছবিটি কেবল হিন্দু গণহত্যার অকথিত গল্পের কথা বলে মুক্তি পাচ্ছে না। যখন এই দেশে মুসলিম ইতিহাসের উপর চলচ্চিত্র তৈরি করা যেতে পারে, তখন কি হিন্দু ইতিহাসের উপর চলচ্চিত্র তৈরি করা যাবে না? এটি ভারতের ইতিহাস, এবং হিন্দু ও মুসলিমদের সাথে এর কোনও সম্পর্ক নেই। আমি একটি ব্যক্তিগত প্রদর্শনের ব্যবস্থা করার কথা ভেবেছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে এটিও ব্যাহত হবে। এর অর্থ হল রাজ্য নিজেই এটি করছে"।