/anm-bengali/media/media_files/7ZsqORcrMBnYae6dJy55.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কয়েক বছর আগেই বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক ভর করেছিল। তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। সেই সময়ে শিশু জন্মের হারও বেড়ে গিয়েছিল। তবে সেই সময়ে যেসব শিশুরা জন্মগ্রহণ করেছিল, তাদের এখন সমস্যায় পড়তে হয়েছে।
/anm-bengali/media/post_attachments/35da7184-ac1.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, করোনাকালে সকলে বেশিরভাগ সময়ে বাড়িতেই কাটিয়েছিল, তাই পরবর্তী সময়ে তারা বাইরের জগতের সাথে খাপ খাওয়াতে পারছে না। সূত্র মারফত জানা গিয়েছে যে, কিন্ডারগার্টেন শিক্ষকরা বাচ্চাদেরকে সামলাতে হিমসিম খাচ্ছে। জানা গিয়েছে যে, তারা স্কুলে এসে অকারণে একে অপরকে চেয়ার ছুঁড়ে মারছে, কামড়াচ্ছে এবং আঘাত করছে। আবার, অনেক শিক্ষার্থী ঠিক ভাবে কথা বলতে পারছে না। অনেকেই টয়লেটে যেতে পারে না এমনকি পেন্সিল ধরতেও অনেকের কষ্ট হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/06/sarat-bose-road.webp)
বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, করোনাকালে শিশুদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য এমনটা হয়ে থাকতে পারে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us