/anm-bengali/media/media_files/uaPxBZmjrRura96ijYrb.jpg)
নিজস্ব সংবাদদাতা : বকেয়া বিলের অজুহাতে এখন থেকে আর মৃতদেহ আটকে রাখতে পারবে না আসামের কোনও নার্সিংহোম বা হাসপাতাল, আজ এমনই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আসামের মন্ত্রিসভা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খোদ নিজে এই বিষয়টি টুইট করে জানিয়েছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে, আসাম সরকার এই বিষয়টি নিশ্চিত করতে চায় যে, চিকিৎসা খরচ জোগাড় করতে না পারার কারণে, কোনও পরিবারই সম্মানের সঙ্গে তাদের প্রিয়জনের মৃতদেহ সৎকার করার অধিকার থেকে, কখনই বঞ্চিত থাকতে পারে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে মানবিক এবং সময়োচিত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন অনেকেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/U2Ruz3ggqAL345SJyedk.jpg)
#WATCH | The Assam Cabinet has decided that no nursing home or hospital in the state can hold a dead body "hostage" over unpaid bills, CM Himanta Biswa Sarma tweets
— ANI (@ANI) July 11, 2025
(Video: Himanta Biswa Sarma/X) pic.twitter.com/DLY9gl1eOj
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us