ফের মৃত্যুদূতের আগমন: এবার পুনেতে ভেঙে পড়ল সেতু- মৃত্যু, আহত, হাহাকার- রইল ভয়াবহ দৃশ্যের ভিডিও

পুনেতে ভেঙে পড়ল সেতু।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
f

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের পুনেতে পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ স্টেশনের অধীনে কুণ্ডমালা গ্রামের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর একটি সেতু ভেঙে পড়েছে।

d

১০ থেকে ১৫ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ৫ থেকে ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কয়েকজনের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।