'' আপ সরকার বলত সততার রাজনীতি ''

আপ সরকারের ওপরে ফের প্রশ্ন তুলছে বিরোধী দল।

author-image
Adrita
New Update
tuf

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার প্রসঙ্গে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, '' দেশের ইতিহাসে অরবিন্দ কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতারির সময়ও নিজের পদ ছাড়েননি। অর্থাৎ, এই ব্যাপারে তিনি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল লালুপ্রসাদ যাদবের থেকে অনেকটাই এগিয়ে। এই দলই একসময় বলতো এদেশে 'সততার রাজনীতি' আনবে। তাদের 'কট্টর সততার' আসল চরিত্র হল, আদালত সেই আবেদন খারিজ করে দিলেও অরবিন্দ কেজরিওয়াল চেয়ার ছাড়েননি। মদ কেলেঙ্কারির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, যে নীতিটি দিল্লি সরকার দু'বছর আগে এনেছিল এবং তদন্তের পরে সেই নীতিটিই প্রত্যাহার করা হয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালের সরকার দিল্লি মদ নীতি প্রত্যাহার করে নিয়েছে এবং এখন দৃঢ়ভাবে এটিকে রক্ষা করছে। আমি জানতে চাই, এটা যদি সঠিক হতো তাহলে কেন তা প্রত্যাহার করা হলো ? '' 

Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার কেজরিওয়াল : 2024-03-21  | Aajkaal Bengali News, Bangla News, Breaking News in Bengali

Add 1

cityaddnew

স

স