থানের জনবহুল মলের সামনে ভয়াবহ আগুন!

মহারাষ্ট্রের থানের ঘোডবন্দর রোডের কাপুরবাওয়াড়ির ওরিয়ন বিজনেস পার্ক সংলগ্ন সিনে ওয়ান্ডার মলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পুলিশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন।

author-image
Aniruddha Chakraborty
New Update
khjhvncvb

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের থানের এক মলের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড। থানের ঘোডবন্দর রোডের কাপুরবাওয়াড়ির ওরিয়ন বিজনেস পার্ক সংলগ্ন সিনে ওয়ান্ডার মলে আজ সন্ধ্যায় এই আগুন লাগে। আগুন নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। কী কারণে এই আগুন লাগে তা জানা যায়নি। প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন।