টেসলা কর্তার ভারতে বিনিয়োগ, কি বলছেন তাঁর বাবা?

কি বলছেন ইলন মাস্কের বাবা?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi mask qw1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: টেসলা কর্তা ইলন মাস্কের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক বেশ ভালো। আর সেই সম্পর্কের দৌলতেই ভারতে বিনিয়োগের কথা ভাবছেন মাস্ক। এবিষয়ে কি বলছেন ইলন মাস্কের বাবা?

টেসলা গ্রুপ ভারতে বিনিয়োগ করবে কিনা জানতে চাইলে, টেসলার সিইও ইলন মাস্কের বাবা এবং সার্ভোটেকের কর্তা এরোল মাস্ক বলেন, “আমি টেসলার পক্ষে কথা বলতে পারছি না কারণ এটি একটি পাবলিক কোম্পানি। টেসলা এখানে আসতে পারলে তা তাঁদের জন্যে ভালোই হবে। এই স্থান যেকোনো কিছুর জন্য এক অবিশ্বাস্য বাজার”।