সন্ত্রাসী দমন: সকাল থেকেই সাফল্য, সকালের পর এবার গ্রেফতার ৩

বড় সাফল্য পেয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

author-image
Aniket
New Update
j

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোড়া পুলিশ ও ভারতীয় বাহিনী এক সন্ত্রাসী সহযোগীকে গ্রেফতার করেছে। এবার বারামুল্লা পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে, উসান পাত্তানের মহম্মদ আশরাফ মীর, টপার পাত্তানের মহম্মদ ইয়াসিন ভাট এবং ওয়াটারগাম ওয়াগুরার ওয়াসিদ আশরাফ সোফিকে। জননিরাপত্তা আইনে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।