/anm-bengali/media/media_files/HksUmhaSpFqUJW40lnfy.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। দক্ষিণ কাশ্মীরের রাজপোরা এলাকার ফ্রেসিপোরা গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
Body of one terrorist was retrieved. Identification being ascertained. Arms, ammunition & incriminating material recovered. Search going on. Further details awaited: Kashmir Zone Police https://t.co/s0HNOFmbnJpic.twitter.com/Mth5lde0mx
— ANI (@ANI) April 11, 2024
নিরাপত্তা বাহিনী বলেছে যে সন্ত্রাসীরা বাহিনীকে সংকীর্ণ করার সঙ্গে সঙ্গে তাদের উপর গুলি চালানোর পরে তল্লাশি অভিযানটি একটি এনকাউন্টারে পরিণত হয়েছিল। এরপর বাহিনীও পাল্টা হামলা চালায়।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গির পরিচয় ও গোষ্ঠীভুক্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সংঘর্ষস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us