/anm-bengali/media/media_files/LCDqA8OLl8X0A78XID0q.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিরাট সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। কাউন্টার ইন্টেলিজেন্স বাথিন্ডা আইএসআই-নিয়ন্ত্রিত পাক-ভিত্তিক সন্ত্রাসী মডিউলের সাথে যুক্ত ৩ জনকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা UAPA মামলার অধীনে সাংগরুর জেলে বন্দী ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছিল। তাদের কাছ থেকে ৮টি অস্ত্র, ৯টি ম্যাগাজিন ও ৩০টি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, বন্দীদের মুক্তি করার পরিকল্পনাতেই এসেছিল ঐ ৩ অভিযুক্ত। আর ওই বন্দীরা কোনও ভাবে জেল থেকে মুক্ত হয়ে গেলে তারা হামলা চালাতে পারত দেশের যেকোনও প্রান্তে। খানিকটা তেমনই পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। আপাতত এই সংক্রান্ত আরও তথ্য সন্ধান করছে পাঞ্জাব পুলিশ।
In a major breakthrough, Counter Intelligence Bathinda has arrested 3 persons linked to an ISI-controlled Pak-based terror module. Preliminary investigation reveals that the arrested persons were in contact with persons currently lodged in Sangrur Jail under UAPA cases. 8… pic.twitter.com/nlc22AZ2gc
— ANI (@ANI) November 22, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us