নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলা। নিহত ১০ জন যাত্রী, আহত ৩০ জনেরও বেশি।
/anm-bengali/media/post_attachments/840f063680f16f059c3366a735cfa54e6c21a2df0558124c7e31b51b71f04b4b.jpg?VersionId=9BXujxkw8VYI.ua3vcHYXVgnctOdZdxF&size=690:388)
হামলার স্মৃতিচারণা করতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, ' বাসের চালক গুলিবিদ্ধ হয়েছেন। খাদে গড়িয়ে পড়ছে বাস। যাত্রীরাও গুলিবিদ্ধ। তবু গুলি চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। কিছুতেই থামছে না হামলা। যেন যাত্রীদের সকলকে না মেরে থামবে না বলেই পণ করেছে সকলে।
আরও এক প্রত্যক্ষদর্শী বলেন, '' আমি এক জন জঙ্গিকে দেখতে পাচ্ছিলাম। গুলি চালাতে চালাতে সে বাসের দিকে এগিয়ে আসছিল। সকলকে মেরে ফেলার পরিকল্পনা ছিল ওদের। বাস খাদে পড়ে যাওয়ার ২০ মিনিট পরেও সে গুলি চালানো থামায়নি। ''

/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)