ফের জঙ্গি মোকাবিলায় তৎপর সেনা, ভয়ঙ্কর ছবি ধরা পড়ছে ভূ-স্বর্গে

আজও উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kashmirr.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের নাশকতা হামলা হল জম্মু – কাশ্মীরে। গতকাল গভীর রাতে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে ডোডার ছাত্তারগালা এলাকা। গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ান জখম হন। অন্যদিকে, এক জঙ্গিকে নিকেশ করা হয়।

তবে আজও উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে। তাই নিরাপত্তা বাহিনী ডোডার ভাদেরওয়াহ এলাকায় অনুসন্ধান অভিযান চালাচ্ছে সমগ্র এলাকায়। মনে করা হচ্ছে, ওই এলাকায় বাকি জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে।

vbnvbnq22.jpg

NIa kashmir.JPG

Add 1