জঙ্গি হামলায় শহীদ ৫ সেনা জওয়ান, ক্ষোভে জ্বলে উঠলেন মন্ত্রী

ঘটনায় রীতিমতো ফুঁসছে ভারতীয় সেনাবাহিনী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Indian Army kj1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের রক্তলীলার সাক্ষী উপত্যকা। ফের একবার সেনা কনভয়ে অতর্কিতে হামলা চালালো জঙ্গিরা। তার জেরে শহীদ হলেন ৫ সেনা জওয়ান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৬ সেনা জওয়ান। ঘটনায় রীতিমতো ফুঁসছে ভারতীয় সেনাবাহিনী। এমন অবস্থায় ঘটনায় দুঃখপ্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এদিন তিনি টুইট করে লেখেন, “বদনোটা, কাঠুয়াতে সন্ত্রাসী হামলায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনা সৈন্যকে হারানোর জন্য আমি গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সমগ্র জাতি এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। কাউন্টার টেরোরিস্ট অপারেশন চলছে, এবং আমাদের সৈন্যরা উপত্যকায় পুনরায় শান্তি ফেরাতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নৃশংস সন্ত্রাসী হামলায় যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি”।

indian army 123

Adddd