New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনির একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় দুইজন নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩ টি ইঞ্জিন। বাড়ির বেসমেন্টে তাঁবু তৈরির কাজ করা হচ্ছিল। তাঁবুতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে বলে জানানো হয়েছে দমকল বাহিনীর তরফে।
#WATCH | Uttar Pradesh: Fire breaks out in a house in Ghaziabad's Loni. Fire engines are present on the spot. More details awaited. pic.twitter.com/m1IYDM3hFn
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us