নিজস্ব সংবাদদাতা: লাচেন চুংথাং সড়কের মুন্সিথাং এবং লাচুং চুংথাং সড়কের লেমা/বব এলাকায় বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছে। তাছাড়া, উত্তর সিকিমে একটানা বৃষ্টিপাত হচ্ছে। চুংথাং যাওয়ার রাস্তা খোলা আছে, কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে রাতে সেখানে যাওয়া যাচ্ছে না। তাই, উত্তর সিকিমের জন্য আগামীকাল পারমিট জারি করা হবে না এবং জারি করা সমস্ত অগ্রিম পারমিট বাতিল বলে গণ্য করা হবে। সোনম দেচু ভুটিয়া, পুলিশ সুপার, উত্তর সিকিমের মাঙ্গান জেলা এই বার্তা দিয়েছেন।