New Update
/anm-bengali/media/media_files/7UKxmvWo2YqoBeVX4iYC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগামের কাজিগুন্ড এলাকায় একটি স্ক্র্যাপইয়ার্ডে আগুন লেগেছে। খবর পেয়ে জম্মু কাশ্মীর পুলিশ এবং বেসামরিকদের সহায়তায় ফায়ার ফাইটাররা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে । এ ঘটনায় লাখ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান তারা।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
আধিকারিকরা জানিয়েছেন, স্থানীয় লোকজন, দমকল কর্মী ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তারা।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us