গোয়েন্দা বিভাগের পরিচালকের কার্যকালের মেয়াদ বাড়ল আরো এক বছর! সিদ্ধান্ত কেন্দ্রের

জানুন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
Tapan-Kumar-Deka

নিজস্ব সংবাদাতা: মঙ্গলবার কেন্দ্রীয় সরকার গোয়েন্দা বিভাগের পরিচালক তপন কুমার ডেকার মেয়াদ "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত" এক বছর বাড়িয়েছে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে ডেকার চাকরির মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।

ডেকা হিমাচল প্রদেশ ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার। আইবি-র পরিচালক হিসেবে তাঁর মেয়াদ এখন ৩০ জুন, ২০২৫-এর পরেও চলবে। একজন ইন্সার্জেন্সি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডেকাকে সন্ত্রাসবিরোধী নেটওয়ার্কগুলির তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে বিবেচনা করা হত।

Intelligence Bureau Chief Tapan Kumar Deka Gets A Year's Extension For 2nd  Time - News18