/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ মুম্বইয়ের দেওনার এলাকায়, এক ভাড়াটিয়ার বিরুদ্ধেই তার বাড়িওয়ালাকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠলো। এই ঘটনার ফলে ওই আক্রান্ত বাড়িওয়ালা গুরুতর আহত হয়েছেন। এই বিষয়ে পুলিশ জানিয়েছে,গত ২১ জুলাই এই ঘটনাটি ঘটলেও,আহত বাড়িওয়ালা ২৩ জুলাই অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িওয়ালা যখন ভাড়ার টাকা চাইতে ভাড়াটিয়ার কাছে যান, তখন তাদের মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। এরপর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং ওই অভিযুক্ত ভাড়াটিয়া হঠাৎই নিজের গাড়ি ওই বাড়িওয়ালার উপর চালিয়ে দেন। এরপর ওই আহত বাড়িওয়ালাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
মুম্বই পুলিশ অভিযুক্ত ভাড়াটিয়াকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ''এই ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে।''
Mumbai | A tenant tried to kill his landlord by running his car over him in the Deonar area, seriously injuring the landlord. The incident occurred when the landlord went to ask for rent from the tenant, and the argument between the two escalated. The angry tenant then tried to…
— ANI (@ANI) July 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us