/anm-bengali/media/media_files/2024/11/07/5j2VoXhTwLEkDMDRDqmd.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকালই ফলপ্রকাশের পর ট্যুইট বার্তায় শুভেচ্ছা দেন। বন্ধুর সাফল্য উচ্ছ্বসিত হন মোদি। এরপর পরে টেলিফোনে কথোপকথন সারেন মোদি ও ট্রাম্প। আর সেই টেলিফোনিক বার্তায় একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। ভারতের একাধিক বিষয় তুলে ধরেন নব্য মার্কিন প্রেসিডেন্টের কাছে।
/anm-bengali/media/media_files/9n0nvqWxeGZpFC0u7knS.jpg)
মোদি কথায় কথায় বলেন, “ভারত-মার্কিন ইতিবাচক গতির প্রতিফলন। রাষ্ট্রপতি ট্রাম্পের প্রথম মেয়াদে অংশীদারিত্ব, প্রধানমন্ত্রী ২০১৯ সালের সেপ্টেম্বরে হিউস্টনে হাউডি মোদি ইভেন্ট এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি ট্রাম্পের ভারত সফরের সময় আহমেদাবাদে নমস্তে ট্রাম্প ইভেন্ট সহ তাদের স্মরণীয় মিথস্ক্রিয়াকে স্মরণ করেন। উভয় নেতাই ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব, দুই দেশের জনগণের সুবিধার পাশাপাশি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য আবশ্যিক। তারা প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
Prime Minister Narendra Modi had a telephone conversation with the President-elect of the United States of America, Donald Trump.... Reflecting on the positive momentum of the India-U.S. partnership during President Trump’s first term, PM recalled their memorable interactions,… https://t.co/9dyZfC2Te4pic.twitter.com/tevVLz0Sa3
— ANI (@ANI) November 7, 2024
/anm-bengali/media/media_files/2024/10/31/tmA4E36BsPxfq5diVzJg.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us