ভারতে সংরক্ষণ রক্ষা! সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ! বিজেপিকে হুঁশিয়ারি কংগ্রেসের

২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। এই নিয়ে মোদী এবং বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা পোন্নাম প্রভাকর।

author-image
Probha Rani Das
New Update
congflag.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানার মন্ত্রী তথা কংগ্রেস নেতা পোন্নাম প্রভাকর বলেন, "বহু বছর আগে আরএসএস সভাপতি মোহন ভাগবত সংরক্ষণ-মুক্ত ভারত’-এর কথা বলেছিলেন। গত দশ বছরে বিজেপি কোন সিদ্ধান্ত নিয়েছে কোনটা এসসি-এসটি ও ওবিসি সংরক্ষণের স্বার্থে?”

ZXCXXV15.jpg

তিনি আরও বলেন, “কংগ্রেস বলছে আমরা ভারতে সংরক্ষণ রক্ষা করব। আজ বিজেপি ভয় পেয়েছে যে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসনে জিতছে। আজ বিজেপি ভগবান রামের নামে এবং সাম্প্রদায়িকতা ও সংরক্ষণের ইস্যু তুলে ভোটে লড়ছে।” 

Add 1