/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভয়াবহ পদদলিতের ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যু ও বহু আহত হওয়ার ঘটনাকে “অত্যন্ত দুর্ভাগ্যজনক” বলে বর্ণনা করেছেন তেলেঙ্গানার বি.আর.এস (ভারত রাষ্ট্র সমিতি) বিধায়ক তালাসানি শ্রীনিবাস যাদব।
তিনি এক বিবৃতিতে বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। বর্তমানে কার্তিক মাস চলছে, তাই প্রচুর মানুষ মন্দিরে দর্শনের জন্য যাচ্ছেন। অতিরিক্ত ভিড়ের কারণে এই পদদলিতের ঘটনা ঘটেছে। ১০ জন ভক্তের মৃত্যু হয়েছে— এটি সত্যিই গভীর শোকের বিষয়।”
/anm-bengali/media/post_attachments/9581c197-821.png)
তালাসানি শ্রীনিবাস যাদব আরও বলেন, “আমরা মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
উল্লেখ্য, শনিবার একাদশী উপলক্ষে হাজার হাজার ভক্ত মন্দিরে সমবেত হন। অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির ফলে হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলিতের ঘটনায় বহু মানুষ হতাহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#WATCH | Hyderabad, Telangana: On the stampede at Venkateswara Swamy Temple in Andhra Pradesh, BRS MLA Talasani Srinivas Yadav says, "The incident is highly unfortunate. Kartik Month is ongoing and people are visiting the temple in large numbers. The stampede occurred due to a… pic.twitter.com/cFqw3nQ89H
— ANI (@ANI) November 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us