/anm-bengali/media/media_files/Csjd4dqRCicgxgdf3zTt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃমল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী অযোধ্যার রাম মন্দিরের 'প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করার বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানা বিজেপির সভাপতি জি কিষান রেড্ডি বলেছেন, “কংগ্রেস সবসময়ই সন্তোষজনক রাজনীতি করে। তারা সবসময় হিন্দুবিরোধী অবস্থান নেয়। তারা ভোটব্যাঙ্কের রাজনীতি করে। অযোধ্যায় যে কর্মসূচি হচ্ছে তা বিজেপি বা আরএসএসের নয়। এটা দেশের ১৪০ কোটি মানুষের কর্মসূচি। কংগ্রেস দল দৃঢ়তাহীন। তারা সব সময় প্রধানমন্ত্রী মোদীর সমস্ত কাজের বিরোধিতা করে। দেশের ৯০ শতাংশ মানুষ কংগ্রেসকে বয়কট করেছে এবং আগামী দিনে সবাই কংগ্রেস পরিবার এবং তার জনগণকে বয়কট করবে।”
#WATCH | On Mallikarjun Kharge, Sonia Gandhi & Adhir Ranjan Chowdhury declining the invitation to 'Prana Pratishtha' ceremony of Ram Temple in Ayodhya, Union minister & Telangana BJP president G Kishan Reddy says, "Congress always do appeasement politics, they always take… pic.twitter.com/wqIU03PEuw
— ANI (@ANI) January 11, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us