নিজস্ব সংবাদদাতাঃ ভোটমুখী রাজ্য তেলেঙ্গানা নিয়ে এবার বড় দাবি করল বিজেপি। আজ সোমবার হায়দ্রাবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন তেলেঙ্গানা বিজেপির সভাপতি জি কিষাণ রেড্ডি (G Kishan Reddy)। তিনি জানান, "আমরা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সমর্থন পাচ্ছি। বিআরএস পার্টির বিরুদ্ধে নীরব বিপ্লব চলছে। মানুষ পরিবর্তন চায়, কেসিআর সরকারকে বিদায় জানাতে চায় মানুষ। বহু পরিবার কংগ্রেস বা বিআরএসকে সমর্থন করলেও অনেক যুবক বিজেপিকে সমর্থন করছে। কংগ্রেস যে গ্যারান্টি দিয়েছে তা কেবল ভোট সংগ্রহ এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। "