/anm-bengali/media/media_files/dSuSr97XBq85PvWrNkQG.jpg)
ফাইল চিত্রঃ অমিত শাহ ও জেপি নাড্ডা
নিজস্ব সংবাদদাতাঃ এবার এসএসসি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জেল থেকে ছাড়া পেলেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি বন্দি সঞ্জয় (Bandi Sanjay)। শুক্রবার তিনি তেলেঙ্গানার (Telangana) করিমনগর জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর নিজের বাড়িতে পৌঁছেছেন। এদিন তেলেঙ্গানা বিজেপি সভাপতি বান্দি সঞ্জয়ের পিআরও-র তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আজ কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে বন্দি সঞ্জয়ের সঙ্গে কথা বলেছেন। তরুণ চুগ এবং সুনীল বনসল সহ দলের জাতীয় নেতারাও তাঁর সাথে কথা বলেছেন।'
Telangana BJP president Bandi Sanjay reaches his residence after being released from Karimnagar jail on bail in the SSC paper leak case pic.twitter.com/xieB8K9QWZ
— ANI (@ANI) April 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us