শিবু সোরেনকে স্মরণে তেজস্বী যাদব

শিবু সোরেনের প্রয়াণে গভীর শোক, রাজনৈতিক সহযোদ্ধাকে স্মরণ করলেন তেজস্বী যাদব।

author-image
Aniket
New Update
 Tejaswi Yadav.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদব প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে বলেন, "এই খবরে আমরা সবাই অত্যন্ত মর্মাহত। আমাদের বাবা 'গুরুজী’র রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। তাঁদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আজ তাঁর প্রয়াণে বাবাও ভীষণ শোকাহত। আমরা তাঁর পরিবারকে সমবেদনা জানাই।"

তিনি আরও বলেন, "দলিত, পিছিয়ে পড়া এবং বিশেষ করে আদিবাসী সমাজের জন্য সামাজিক ন্যায়ের যে লড়াই তিনি লড়েছেন, তা ইতিহাসে লেখা থাকবে। তাঁর আন্দোলনের ফলেই আজ ঝাড়খণ্ড একটি আলাদা রাজ্য হিসেবে গঠিত হয়েছে। আমরা খুবই দুঃখিত তাঁর অনুপস্থিতিতে। শেষবার নির্বাচনের সময় তাঁর সঙ্গে দেখা হয়েছিল— সেটাই আমাদের শেষ সাক্ষাৎ। আমরা সবসময় তাঁর স্মৃতি বহন করে চলব।"