"মোদিবাবু গ্যারান্টি দেবেন যে নীতীশবাবু আবার পাল্টি মারবেন না?"

এবার তেজস্বীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেজস্বী প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে নীতীশবাবুর গ্যারান্টি কি তিনি নিজেই দেবেন? এছাড়াও নীতীশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তেজস্বী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
VGHCFH.JPG

নিজস্ব সংবাদদাতা: সম্রাট চৌধুরীর পাগড়ি খুলে ফেলার ঘটনা সম্পর্কে তেজস্বী বলেন, "তার কাকা নিশ্চয়ই তাকে পাগড়ি খুলে ফেলার পরামর্শ দিয়েছেন। সম্রাট চৌধুরীর বাবা আমাদের দলে ছিলেন, তিনি নীতীশবাবুর সম্পর্কে কী কী বলেছেন তা আমরা বলতে চাই না। বিহারের ছেলেমেয়েদের জিজ্ঞাসা করুন তারা কী কী অপশব্দ ব্যবহার করেছে? আমরা তা মুখেও আনতে পারিনা। তিনি সর্বসমক্ষে প্রশ্ন রাখেন, "নীতীশবাবু যে আবার পাল্টি খাবেন না তার গ্যারান্টি কি মোদীবাবু দেবেন?"

 

স্ব

 

স

 

স