BREAKING: "পাকিস্তান মানেই চোরাগোপ্তা হামলা, ভারত মানেই গ্লোবাল লিডার!" — তেজস্বীর আগুন ঝরানো বক্তব্য

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
tejaswisuryaha.jpg

 নিজস্ব সংবাদদাতা: আমেরিকায় নিজের একটি বক্তব্যে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিলাওয়ালের সাম্প্রতিক সমালোচনার জবাবে তেজস্বী বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য এখন সবার সামনে স্পষ্ট।

তিনি বলেন, "পাকিস্তানের নামের সঙ্গে জড়িয়ে আছে রামজি ইউসুফ-  তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলার আসামি, আর ডেভিড হেডলি – ২৬/১১ মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী। অন্যদিকে ভারতের নামের সঙ্গে যুক্ত ইন্দ্রা নুই, সুন্দর পিচাই, অজয় বাঙ্গা, সত্য নাদেলা, কাশ প্যাটেল – এঁদের চেনানোরও দরকার নেই। আমেরিকায় ভারত ও পাকিস্তানের পার্থক্য এটাই।"

tejaswiio2.jpg

তেজস্বী সূর্য আরও বলেন, পাকিস্তান শুধু সস্তা চীনা অস্ত্রের উপর নির্ভর করে চলছে, যা যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়েছে। "পাকিস্তানের ৮১ শতাংশ সামরিক সরঞ্জাম আসে চীন থেকে, যা কার্যকর নয়। কিন্তু ভারত আমেরিকা, ফ্রান্স, ইসরায়েলসহ অনেক দেশ থেকে অস্ত্র কেনে এবং নিজেও অনেক কিছু তৈরি করছে।"