‘লালুর ছেলেকে ভয় খাওয়ানো যাবে না, সে ভয় পায় না’, কার উদ্দেশ্যে এতোবড় কথা বললেন তেজস্বী?

তেজস্বীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tejaswiiyadav1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারের ভোট প্রচারে সামিল হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন তিনি বলেন, "এটি একটি নকল সরকার। এই সরকার তেজস্বীর নকল করতে পারে, কিন্তু তেজস্বীর দৃষ্টিভঙ্গি আনতে পারবে না। প্রধানমন্ত্রী মোদী তেজস্বীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। আমি তাকে বলতে চাই যে আমি ভয় পাব না। লালুর ছেলে তাদের ভয় পাবে না; বরং, সে তাদের বিরুদ্ধে লড়াই করবে"।

Modi