‘লালুর ছেলে ভয় পাবেন ভাবছেন?’ কাকে এমন হুঁশিয়ারি দিলেন তেজস্বী?

'আমরা যোদ্ধা! সমস্ত ভাইরা এক হও'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tejaswiiyadav1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভোট চুরি নিয়ে মন্তব্য করতে গিয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে দুষলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন তিনি বলেন, "এরা ভুলে গেছে আমার শরীরে লালু যাদবের রক্ত বইছে। যেখানে লালু যাদব কোনওদিন মাথানত করেনি, সেখানে তার ছেলে কি করে ভয় পাবে? আমরা যোদ্ধা! সমস্ত ভাইরা এক হও। নাহলে, তারা তোমাদের অস্তিত্ব শেষ করে দেবে। তারা ইতিমধ্যেই তোমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সংবিধান শেষ হয়ে গেলে কে তোমার কথা ভাববে বা চিন্তা করবে? তারা তোমার ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারপর তারা তোমার রেশন, তারপর তোমার পেনশন, তারপর তোমার সম্পদ কেড়ে নেবে। গণতন্ত্রের জায়গায় একনায়কতন্ত্র আসবে। আমরা সংরক্ষণ ৮৫% এ নিয়ে যাব। চাচা (নীতীশ কুমার) আটকে গেছেন। তিনি আগের মতো নেই। তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না"।

tejaswi yadav a3.jpg