New Update
/anm-bengali/media/media_files/AWViIFS9m6cdHhOvf7Hl.webp)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কড়া আক্রমণ করলেন তেজস্বী যাদব। তিনি বলেন,''বিজেপি নীতিশ কুমারকে একটি ঢাল হিসেবে ব্যবহার করছে। নীতিশ কুমার এখন কেবল একটি প্রতিমূর্তি। বিজেপি তাঁর আড়াল থেকে কাজ চালাচ্ছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/07/L4RQIuoqOVIvrdikoA8l.jpeg)
এরপর তিনি বলেন,''নীতিশ কুমার আর বিহার চালানোর মতো অবস্থায় নেই।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us