নীতিশ কুমার শুধু প্রতিমূর্তি, তাঁর আড়ালে বিজেপি বিহার চালাচ্ছে ! ফের বিস্ফোরক তেজস্বী

নীতিশ কুমারকে ফের কড়া আক্রমণ করলেন তেজস্বী।

author-image
Debjit Biswas
New Update
1010793-nitish-kumar-tejashwi-yadav

নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কড়া আক্রমণ করলেন তেজস্বী যাদব। তিনি বলেন,''বিজেপি নীতিশ কুমারকে একটি ঢাল হিসেবে ব্যবহার করছে। নীতিশ কুমার এখন কেবল একটি প্রতিমূর্তি। বিজেপি তাঁর আড়াল থেকে কাজ চালাচ্ছে।"

h

এরপর তিনি বলেন,''নীতিশ কুমার আর বিহার চালানোর মতো অবস্থায় নেই।"