জেঠু হতে পেরে ধন্য, তেজস্বী-রাজশ্রীকে অভিনন্দন! পারিবারিক সমস্যার মাঝেও সদ্যজাত ভাইপোকে নিয়ে তেজ প্রতাপের পোস্ট

কর্তব্য পালন করলেন তেজ প্রতাপ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
laludadu

নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব বাবা হয়েছেন। তার স্ত্রী রাজশ্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। অভিনন্দন জানাতে ভুললেন না তেজস্বী যাদবের দাদা ও লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদব।

তেজস্বীকে অভিনন্দন জানিয়ে তেজ প্রতাপ পোস্ট করেন, "শ্রী বাঁকে বিহারীজির অশেষ কৃপা এবং আশীর্বাদে, নবজাতক শিশুর (একটি পুত্র সন্তানের) আগমনে আমি জেঠু হওয়ার সৌভাগ্য পেয়েছি। ছোট ভাই তেজস্বী যাদব এবং রাজশ্রী যাদবকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভাইপোকে আমার স্নেহপূর্ণ আশীর্বাদ এবং ভালোবাসা"। পারিবারিক কলহের মাঝেও তেজ প্রতাপ তেজস্বীকে অভিনন্দন জানিয়েছেন। তেজস্বী দ্বিতীয়বার বাবা হয়েছেন।