কোচি-আবুধাবি ইন্ডিগো ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি

নিরাপদে জরুরি অবতরণ।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কোচি থেকে আবুধাবি যাওয়ার পথে ইন্ডিগোর একটি বিমানে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলটরা বিমানটি ঘুরিয়ে আনার সিদ্ধান্ত নেন এবং সেটি নিরাপদে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইন্ডিগোর এক মুখপাত্র জানান, “৬ সেপ্টেম্বর ২০২৫-এ কোচি থেকে আবুধাবি যাওয়া ফ্লাইট 6E 1403-এ প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। সতর্কতার জন্য পাইলটরা বিমানটি ফেরানোর সিদ্ধান্ত নেন এবং তা নিরাপদে অবতরণ করে। বর্তমানে বিমানটির রক্ষণাবেক্ষণ পরীক্ষা চলছে।”

তিনি আরও বলেন, “যাত্রীদের কোনো অসুবিধা না হয়, সেজন্য দ্রুত বিকল্প বিমান পাঠানো হয়েছে যাতে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।”

সূত্রের খবর, বিমানের ভেতরে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। সমস্যার প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও, বিমানটি সম্পূর্ণ পরীক্ষা শেষে পুনরায় পরিষেবায় যোগ দেবে বলে জানিয়েছে সংস্থা।

ঘটনার পর বিমানবন্দর ও সংস্থার তরফে যাত্রীদের সমস্ত রকম সহায়তা দেওয়া হয়েছে।