ফের প্রযুক্তিগত সমস্যা ! হায়দ্রাবাদ-তিরুপতি রুটের ফ্লাইট বাতিল করতে বাধ্য হল অ্যালায়েন্স এয়ার

ফের বিমান বিভ্রাট।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Flight

নিজস্ব সংবাদদাতা : ফের একবার প্রযুক্তিগত সমস্যার কারণে হায়দ্রাবাদ-তিরুপতি রুটের ফ্লাইট বাতিল করতে বাধ্য হল অ্যালায়েন্স এয়ার। হায়দ্রাবাদের শামশাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিরুপতিগামী এই বিমানটিতে পর পর দু'বার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে অ্যালায়েন্স এয়ারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, "একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি প্রথমে বাধ্যতামূলক ইঞ্জিনিয়ারিং চেকের জন্য বে-তে ফিরে আসে এবং তারপর এটি হায়দ্রাবাদ থেকে তিরুপতি যাওয়ার জন্য অনুমতি পায়। কিন্তু, এরপরও বিমানটিতে আবার একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এই ত্রুটি সারানোর জন্য স্বাভাবিকের চেয়েও অনেক বেশি সময় লাগছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং অন্য ফ্লাইটগুলির সময়সূচীর ব্যাঘাত এড়াতে এই নির্দিষ্ট রুটটির ফ্লাইট বাতিল করা হয়েছে।"

Flight