শিক্ষক দিবসে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

ভারতের উন্নয়নের একটি প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
yogi

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ শিক্ষক দিবস। আর তারই এক অনুষ্ঠানে এদিন যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি বলেন, "পূর্বে 'বিমারু রাজ্য' হিসেবে পরিচিত উত্তরপ্রদেশ আজ ভারতের উন্নয়নের একটি প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠছে। যে রাজ্যটি তার পরিচয় খুঁজে পেতে লড়াই করছিল, আজ তার একটি শক্তিশালী পরিচয় রয়েছে এবং মানুষ এতে গর্ব বোধ করে। ৮ বছর আগে ক্ষমতায় থাকা সেই ব্যক্তিরা কারা ছিলেন যারা রাজ্যের জন্য কিছুই করতে পারতেন না?"

এর সাথেই যোগী আদিত্যনাথ বলেন, "কেন মেয়েরা আগে স্কুল ছেড়ে দিত? কারণ তাদের জন্য স্কুলে আলাদা টয়লেট ছিল না। কেন ছাত্রীরা অসুস্থ হত? কারণ পানীয় জল ছিল না। আজ, ১,৩৬,০০০ স্কুলে উপযুক্ত শৌচাগার এবং পানীয় জলের সুবিধা রয়েছে। স্কুলগুলিতে ডিজিটাল এবং স্মার্ট শ্রেণীকক্ষ এবং লাইব্রেরি চালু করা হচ্ছে"।

TG