কোন কারণে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরল টিডিপি? সামনে এল বড় তথ্য

এনডিএ সরকারে টিডিপি-র দফতর নিয়ে বড় মন্তব্য করলেন টিডিপি সাংসদ কেসিনেনি শিবনাথ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নব

নিজস্ব সংবাদদাতাঃ এনডিএ সরকারে টিডিপি-র দফতর নিয়ে টিডিপি সাংসদ কেসিনেনি শিবনাথ বলেন, "আমরা কোনও ক্যাবিনেট বার্থ বা পোর্টফোলিও দাবি করছি না। আমাদের দাবিগুলো রাজ্যের সমস্যার সঙ্গে সম্পর্কিত, যেমন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও তহবিল পাওয়া, রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি, রাজ্যে শিল্প নিয়ে আসা এবং রাজ্যের জন্য মূলধন পাওয়া। আমরা প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন জানিয়েছি।" 

;।,ম

অন্ধ্রপ্রদেশে মুসলিম সংরক্ষণ নিয়ে তিনি বলেন, "উভয় দলের হাইকমান্ড একসঙ্গে বসে এমন কিছু মিটিয়ে নেবে যা জনগণের জন্য, প্রধানত মুসলমানদের জন্য উপকারী হবে। সুতরাং এ নিয়ে কোনও সমস্যা নেই।"

Add 1