BREAKING: ভারতের কূটনৈতিক জয়ের প্রতীক অপারেশন সিন্ধু ! এবার অপারেশন সিন্ধুর ভূয়সী প্রশংসা করলেন তরুণ চুঘ

কি বললেন বিজেপি নেতা তরুণ চুঘ ?

author-image
Debjit Biswas
New Update
Tarun

নিজস্ব সংবাদদাতা : এবার অপারেশন সিন্ধুকে ভারতের কূটনৈতিক জয়ের প্রতীক হিসেবে অবহিত করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ। তিনি বলেন,''ইরান-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের ফলে, যখন সারা বিশ্ব এক আতঙ্কের মধ্যে রয়েছে,তখন ইরান ভারতের জন্য নিজের আকাশসীমা খুলে দিয়েছে। এটি ভারতের পররাষ্ট্রনীতি, কূটনীতি এবং বিশ্বাসযোগ্যতার বিষয়ে একটি বড় জয়।''

tarun chughh.jpg

এরপর তিনি আরও বলেন,'' এই 'অপারেশন সিন্ধু’ শুধুমাত্র ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরানোর অভিযান নয়, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ‘ন্যাশন ফার্স্ট’  নীতির এক বাস্তব উদাহরণ।”