১৪ বছরে সর্বোচ্চ বৃদ্ধি ! ১২ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে তামিলনাড়ুর জিডিপি

বড় সাফল্যের পথে তামিলনাড়ু।

author-image
Debjit Biswas
New Update
 GDP Data

নিজস্ব সংবাদদাতা : ১৪ বছরে প্রথমবারের মতো ডাবল ডিজিটের জিডিপি (GDP) বৃদ্ধি অর্জন করতে চলেছে তামিলনাড়ু। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সংশোধিত অনুমান অনুযায়ী, ২০২৪-২৫ আর্থিক বছরে তামিলনাড়ু রাজ্যের প্রকৃত অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে ১১.১৯ শতাংশ। ২০১০-১১ সালের পর (যখন রাজ্যের জিডিপি বৃদ্ধির হার ১৩.১২% ছিল) এটিই এই রাজ্যের সর্বোচ্চ বৃদ্ধি। মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন উল্লেখ করেছেন যে,''এই বৃদ্ধি রাজ্যের নিজস্ব বাজেট পূর্বাভাসকে (৯.৬৯%) ছাড়িয়ে গেছে এবং এর মাধ্যমে তামিলনাড়ু ভারতের একমাত্র রাজ্য হিসেবে ডাবল ডিজিটের অর্থনৈতিক বৃদ্ধি অর্জন করেছে।''

MK Stalinq.jpg