New Update
/anm-bengali/media/media_files/n2QhA6a9I6TjY1sNup9x.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তর ভারত জুড়ে কাঁপছে প্রায় সব জেলাই। একই সাথে সেই তালিকায় যুক্ত হয়েছে পূর্ব ভারত ও পশ্চিম ভারতের একাধিক জেলার নামও। আর এবার সেই তালিকায় যুক্ত হল দক্ষিণ ভারতও। শুনতে অবাক লাগলেও এমনটা ঘটেছে বাস্তবে। উত্তর ভারতের একাধিক জেলাকে পিছনে ফেলে তামিলনাড়ুতে তাপমাত্রা নামল ‘শূন্য’ তে!
তামিলনাড়ুর নীলগিরির স্যান্ডিনাল্লা জলাধার এলাকায় তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে৷ হিল স্টেশন উটিতে তাপমাত্রা ২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যার ফলে সকাল থেকে হয়েছে ভারী তুষারপাত। মনে করা হচ্ছে, এই তাপমাত্রা আরও নামবে।
#WATCH | Tamil Nadu: Temperature dips to 0°C in the Sandynalla reservoir area in Tamil Nadu's Nilgiris. Hill station Ooty recorded 2.3°C resulting in heavy frost in the morning. pic.twitter.com/MBqR7c6B9z
— ANI (@ANI) January 18, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us