New Update
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: চাকরির বদলে ঘুষের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে। আজ সকালে হঠাৎ করে তাঁর বুকে ব্যথা শুরু হয়। তাই চেন্নাইয়ে এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে মন্ত্রীকে। হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় তাঁকে। সেন্থিল বালাজি বর্তমানে পুজহাল সেন্ট্রাল জেলে রয়েছেন।
#WATCH | Tamil Nadu: Arrested Tamil Nadu Minister V Senthil Balaji brought to a hospital in Chennai for his health checkup after after he complained of chest pain. pic.twitter.com/MwQ8ThJTU1
— ANI (@ANI) October 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us