নিজস্ব সংবাদদাতা : ডিএমকে (DMK)-র যাবতীয় 'মিথ্যা প্রচার'-এর পর্দাফাঁস করতে এবার বিজেপির রাজ্য সভাপতি নয়নার নাগেন্দ্রন (Nainar Nagendran)-এর নেতৃত্বে একটি বড় যাত্রা (Yatra) শুরু হতে চলেছে সমগ্র তামিলনাড়ু জুড়ে। আজ একথা স্বীকার করেছেন বিজেপি নেত্রী তামিলিসাই সুন্দররাজন (Tamilisai Soundararajan)। তিনি বলেন,''আমাদের রাজ্য সভাপতি নয়নার নাগেন্দ্রন একটি যাত্রা শুরু করতে চলেছেন এবং যাত্রার মাধ্যমে তিনি এই রাজ্যের প্রতিটি গ্রামে যাবেন। আজকের বৈঠকটি সেই যাত্রার পরিকল্পনা করার জন্যই ছিল। নিশ্চিতভাবে এই যাত্রা ডিএমকে (DMK)-র সমস্ত মিথ্যা প্রচারের পর্দাফাঁস করে দেবে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/lhlVtS1mg4ubSRkp9LUP.jpeg)
এরপর তিনি বলেন,''নিট (NEET), জিএসটি (GST), অথবা ডিলিমিটেশন (delimitation) এই সমস্ত কিছুর উত্তর এই যাত্রার মাধ্যমে দেওয়া হবে এবং আমরা সম্পূর্ণভাবে তামিল জনগণের পাশে দাঁড়াব। ২০২৬ সালে এনডিএ (NDA)-কে ক্ষমতায় আনার জন্য এই যাত্রাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
তামিলনাড়ুতে ফাঁস হবে DMK-র যাবতীয় মিথ্যা প্রচার ! বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি
কি বললেন তামিলিসাই সুন্দররাজন ?
নিজস্ব সংবাদদাতা : ডিএমকে (DMK)-র যাবতীয় 'মিথ্যা প্রচার'-এর পর্দাফাঁস করতে এবার বিজেপির রাজ্য সভাপতি নয়নার নাগেন্দ্রন (Nainar Nagendran)-এর নেতৃত্বে একটি বড় যাত্রা (Yatra) শুরু হতে চলেছে সমগ্র তামিলনাড়ু জুড়ে। আজ একথা স্বীকার করেছেন বিজেপি নেত্রী তামিলিসাই সুন্দররাজন (Tamilisai Soundararajan)। তিনি বলেন,''আমাদের রাজ্য সভাপতি নয়নার নাগেন্দ্রন একটি যাত্রা শুরু করতে চলেছেন এবং যাত্রার মাধ্যমে তিনি এই রাজ্যের প্রতিটি গ্রামে যাবেন। আজকের বৈঠকটি সেই যাত্রার পরিকল্পনা করার জন্যই ছিল। নিশ্চিতভাবে এই যাত্রা ডিএমকে (DMK)-র সমস্ত মিথ্যা প্রচারের পর্দাফাঁস করে দেবে।''
এরপর তিনি বলেন,''নিট (NEET), জিএসটি (GST), অথবা ডিলিমিটেশন (delimitation) এই সমস্ত কিছুর উত্তর এই যাত্রার মাধ্যমে দেওয়া হবে এবং আমরা সম্পূর্ণভাবে তামিল জনগণের পাশে দাঁড়াব। ২০২৬ সালে এনডিএ (NDA)-কে ক্ষমতায় আনার জন্য এই যাত্রাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"