নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করায়,এই বিষয়টিকে নিয়ে বিপুল সমালোচনা করে কংগ্রেস। আর এবার প্রধানমন্ত্রীকে এহেন কটাক্ষ করায় গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি নেত্রী তামিলিসাই সুন্দররাজন (Tamilisai Soundararajan)। তিনি কংগ্রেসকে 'দেশবিরোধী' হিসেবে আখ্যা দিয়েছেন এবং তাদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন,''কংগ্রেস নেতারা আসলে দেশপ্রেমিক নন। রাহুল গান্ধী বিদেশে যান এবং আমাদের দেশের সম্মানহানি করেন। তাই, মানুষ কংগ্রেসের কথায় পাত্তা দেয় না। কংগ্রেস একটি দেশবিরোধী (anti-national) দল।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
উল্লেখ্য,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই দীপাবলি উৎসবের দিনগুলিতে দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান এবং উৎসব পালন করেন। কংগ্রেসের কিছু নেতার এই উদযাপনের সমালোচনা করার পরই তামিলিসাই সুন্দররাজন এই তীব্র প্রতিক্রিয়া জানান।
কংগ্রেস নেতারা দেশপ্রেমিক নন ! প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি নেত্রী
কি বললেন হেভিওয়েট বিজেপি নেত্রী ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করায়,এই বিষয়টিকে নিয়ে বিপুল সমালোচনা করে কংগ্রেস। আর এবার প্রধানমন্ত্রীকে এহেন কটাক্ষ করায় গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি নেত্রী তামিলিসাই সুন্দররাজন (Tamilisai Soundararajan)। তিনি কংগ্রেসকে 'দেশবিরোধী' হিসেবে আখ্যা দিয়েছেন এবং তাদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন,''কংগ্রেস নেতারা আসলে দেশপ্রেমিক নন। রাহুল গান্ধী বিদেশে যান এবং আমাদের দেশের সম্মানহানি করেন। তাই, মানুষ কংগ্রেসের কথায় পাত্তা দেয় না। কংগ্রেস একটি দেশবিরোধী (anti-national) দল।"
উল্লেখ্য,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই দীপাবলি উৎসবের দিনগুলিতে দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান এবং উৎসব পালন করেন। কংগ্রেসের কিছু নেতার এই উদযাপনের সমালোচনা করার পরই তামিলিসাই সুন্দররাজন এই তীব্র প্রতিক্রিয়া জানান।