আদালতে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী

তামিলনাডুতেও চড়েছে রাজনীতির পারদ। আদালতের সামনে রাজ্যের মন্ত্রী।

author-image
Pritam Santra
New Update
প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেন্নাই মেট্রোপলিটন দায়রা আদালতে হাজিরা দিয়েছেন। তাকে ২৩ জুন পর্যন্ত ইডির হেফাজতে পাঠানো হয়েছে। আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সুপারিশের পরে শুক্রবার রাজ্যপাল আর এন রবি গ্রেপ্তার হওয়া রাজ্যের মন্ত্রী ভি সেন্থিল বালাজির হাতে থাকা দপ্তরগুলি পুনরায় বরাদ্দের অনুমোদন দিয়েছেন। তবে কোনও দপ্তর ছাড়াই মন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে বহাল রাখার তামিলনাড়ু সরকারের সিদ্ধান্তে রাজি হননি রাজ্যপাল। এদিন রাজভবনের এক বিবৃতিতে বলা হয়, রাজ্যপাল আর এন রবি ভি সেন্থিল বালাজিকে স্ট্যালিনের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বহাল রাখার বিরোধিতা করেছিলেন। কারণ তিনি ফৌজদারি মামলার সঙ্গে জড়িত।