ধপ করে কমে গেল টমেটোর দাম, নতুন দাম জানুন

সাম্প্রতিক সময়ে হু হু করে দাম বেড়ে গিয়েছিল টমেটোর দাম। যদিও বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য সরকার।

author-image
SWETA MITRA
New Update
tomato price.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সারাদেশে হু হু করে বাড়ছেটমেটোরদাম (Tomato Price)। টমেটো ছাড়াও বহু শাক সবজি রয়েছে যার দাম বেড়ে গিয়েছে। এদিকে বাজারে গেলেই জিনিসপত্র কিনতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ। যদিও মানবিক মুখ দেখালো তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুসরকারচেন্নাইয়েররেশনদোকানগুলিতে৬০টাকাকেজিভর্তুকিমূল্যেটমেটোবিক্রিশুরুকরেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চেন্নাইয়েরটিনগরেরপন্ডিবাজারেরএকটিদোকানেরদৃশ্য।বেবিনামেএকক্রেতাসংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আজথেকেরেশনেরদোকানেটমেটোবিক্রিহচ্ছে৬০টাকাকেজিদরে।বাজারে১০০-১৩০টাকাকেজিদরেবিক্রিহচ্ছে।আমরাখুশিযেসরকারঅর্ধেকদামেটমেটো বিক্রয়শুরুকরেছে।এইভালউদ্যোগেরজন্যআমরাআমাদেররাজ্যসরকারকেধন্যবাদজানাই।"