অপেক্ষার অবসান, কালীপুজোর আগে DA বাড়িয়ে দিল রাজ্য সরকার

এবার ৪ শতাংশ ডিএ বাড়িয়ে দিল রাজ্য সরকার। খুশি সরকারী কর্মীরা।

author-image
SWETA MITRA
New Update
da money.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার কেন্দ্রীয় সরকারের পথে হাঁটল আরও এক রাজ্য সরকার। উৎসবের আবহে এবার আরও সরকারী কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে। কারণে তামিলনাড়ুসরকারএইবছরেরজুলাইথেকেরাজ্যসরকারীকর্মচারী, শিক্ষকএবংপেনশনভোগীদেরজন্যমহার্ঘ্য ভাতা বা ডিএ (DA)  % বাড়ানোরঘোষণাকরেছে।