জলের তলায় তামিলনাড়ু, ৫০৬০ কোটি টাকার সাহায্যের চিঠি গেল মোদীর কাছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মিগজাউম' প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। মিচং-এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়।

author-image
SWETA MITRA
New Update
modi micchanung.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘মিগজাউম’(Michuang)-এর দাপটে তছনছ হয়ে গিয়েছে সমগ্র তামিলনাড়ু (Taminadu)। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চেন্নাই শহর। ইতিমধ্যে এই সাইক্লোনের দাপটে বহু মানুষের মৃত্যু অবধি হয়ে গিয়েছে রাজ্যে। এরই মাঝে চিঠি গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে। জানা গিয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে ঘূর্ণিঝড় মিগজাউমের জন্য পরবর্তী ক্ষয়ক্ষতির জন্য অবিলম্বে ৫০৬০ কোটি টাকার অন্তর্বর্তীকালীন ত্রাণ তহবিল চেয়েছেন। দিল্লিতে ডিএমকে সাংসদ টিআর বালু ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদীকে চিঠিটি দেবেন।